জানুয়ারী ১১, ২০২০
আমরা চাই আপনারা সিএএ ও এনআরসি প্রত্যাহার করুনঃ প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়

গত কয়েকদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবী এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হওয়া বর্বরতা নিয়ে ধর্না দিচ্ছে। আজ সেখানে প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাজভবনে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বকেয়া পাওনা এবং সিএএ প্রত্যাহার করার দাবী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর বক্তব্যঃ-
এটা আমার সাংবিধানিক সৌজন্যতার মধ্যে পড়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা। যতবার রাষ্ট্রপতি এখানে এসেছেন, আমি দেখা করেছি। বিমানবন্দরেও একজন মিনিস্টার ইন ওয়েটিংকে পাঠানো হয় যখনই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসেন। এমনকি বিদেশী প্রধানমন্ত্রী এলেও একই সৌজন্যতা দেখানো হয়। আজ ফিরহাদ হাকিম মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে বিমানবন্দরে গেছিলেন।
আমি দেখা করলাম কারণ আমার রাজ্যের প্রায় ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে। আমাকে ৫৪ হাজার কোটি টাকা শোধ করতে হয়। এছাড়া বুলবুল ঝড়ের ক্ষতিপূরণ বাবদ ৭ হাজার কোটি টাকা বকেয়া আছে। রাজ্যের দাবী এই প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া। এটাই ওনাকে জানানো হয়েছে।
এছাড়া, ওনাকে বলেছি সিএএ, এনআরসি ও এনপিআর তিনটেরই বিরুদ্ধে। এই তিনটের বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। মানুষে মানুষে বৈষম্য আমরা চাইনা। কোনও মানুষের ওপর যাতে কোনও অত্যাচার না হয়, কোনও মানুষ যাতে দেশ থেকে বাদ না যায় এটাই আমরা চাই। আপনারা সিএএ ও এনআরসি নিয়ে আবার ভাবনাচিন্তা করুন। আমরা চাই এটা প্রত্যাহার করা হোক।