সাম্প্রতিক খবর

জানুয়ারী ১, ২০২০

রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘নাগরিক দিবস’

রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘নাগরিক দিবস’

আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালে যাত্রা শুরু হয় দলের। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ২২টি বছর। এর মধ্যে সারা দেশ সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন গণ আন্দোলনের।

গত কয়েক সপ্তাহ ধরে অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং-মিছিলের মাধ্যমে এই প্রতিবাদকে একটি গণ-আন্দোলনের রূপ দিয়েছেন তিনি। সেই লক্ষে, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রাজ্যজুড়ে ব্লকে ব্লকে পালিত হচ্ছে ‘নাগরিক দিবস’।

এছাড়া, বিভিন্ন জায়গায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি।