সাম্প্রতিক খবর

জানুয়ারী ১, ২০২০

তৃণমূলের বাইশ পূর্ণ - ফিরে দেখা সেই স্মৃতির সরণি

তৃণমূলের বাইশ পূর্ণ - ফিরে দেখা সেই স্মৃতির সরণি

বাইশ পূর্ণ তৃণমূলের – প্রতিষ্ঠা দিবসে স্মৃতিরোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২২ বছর পূর্ণ হল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরি করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে আট বছর ধরে বাংলার শাসনভার গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। নিজের জন্মলগ্ন থেকেই, বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল।

২২ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২২টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন। তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। প্রথমবার কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে গাড়ির কারখানা তৈরির জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরি করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বাম বিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। ১৪১টির মধ্যে ৯৫টি আসনে জয়ী হয় দল।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালে তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬-য় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

২১. পঞ্চায়েতে ধূলিসাৎ বিরোধীরা

বিরোধীদের কুৎসা, অপপ্রচার সত্ত্বেও পঞ্চায়েতে জয়জয়কার তৃণমূলের। ২০টি জেলা পরিষদই তৃণমূল গঠন করে। তিনটে স্তরেই ৯০ শতাংশ আসন জেতে দল।

২২. এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন

কেন্দ্রীয় সরকারের অসাংবিধানিক, অগণতান্ত্রিক নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে সকল মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।