সাম্প্রতিক খবর

জানুয়ারী ৭, ২০২০

গঙ্গাসাগর মেলার জন্য আঁটসাঁট নিরাপত্তা

গঙ্গাসাগর মেলার জন্য আঁটসাঁট নিরাপত্তা

আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সাগর দ্বীপে যে লক্ষ লক্ষ পুন্যার্থী আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যার অধীনে এই মেলার দায়িত্ব, তিনি এই নিরাপত্তার খুঁটিনাটি জানান।

গঙ্গাসাগরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ হাজার পুলিশকর্মী।

এদের মধ্যে কিছু পুলিশকর্মী আটটি কুইক রেসপন্স টিমেও থাকবেন আপৎকালীন কোনও সমস্যার আশু সমাধানের জন্য। ২৩টি স্পেশ্যাল পার্সোনেল টিম মেলার বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন। মুড়িগঙ্গা নদীতে লঞ্চের মাধ্যমেও নজরদারি চালাবে পুলিশকর্মীরা।

মোট ২৫০টি সিসিটিভি থাকবে এই অঞ্চলে। ১২টি ড্রোন পুরো অঞ্চলে নজরদারি চালাবে।

পুলিশ ৪৪টি তথ্যকেন্দ্র খুলবে। বোম্ব স্কোয়াডকেও তৈরী রাখা হবে মেলা প্রাঙ্গণ এবং ৮ নম্বর জেটিতে। এই ৮ নম্বর জেটি এক অন্যতম প্রবেশদ্বার গঙ্গাসাগর মেলায় যাওয়ার এবং শেখান থেকে ফেরত আসার।

পুলিশ ওখানে একটি বাফার জোন তৈরী করবে। এর ফলে মেলায় প্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে বড় সংখ্যক পুন্যার্থী একসঙ্গে মেলা প্রাঙ্গণে ঢুকলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।