সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৮, ২০২০

কথা না বলে প্রাণের ভাষা ব্যক্ত করা সভ্যতার, মানবিকতার বড় শিক্ষা : মমতা বন্দ্যোপাধ্যায়

কথা না বলে প্রাণের ভাষা ব্যক্ত করা সভ্যতার, মানবিকতার বড় শিক্ষা : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ গান্ধী মূর্তির পাদদেশে ক্যানভাসে তুলির টানে এক অভিনব প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান বিরোধী এনপিআর, এনআরসি ও ক্যা র বিরুদ্ধে আজ এই কর্মসূচীর আয়জন করা হয়েছিল।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আমরা ভাঙন চাই না, গড়তে চাই। ভাঙা খুব সহজ কিন্তু গড়া খুব শক্ত

প্রত্যেকে নিজের ভঙ্গিতে, রঙের মিশ্রণে নিজেদের তুলির টানে নিজের মতামতকে উৎসারিত করে এই বার্তাই দিচ্ছেন যে আমরা ঐক্যবদ্ধ ভারত চাই, আমরা কোন ভেদাভেদ মানব না, আমরা এনপিআর এনআরসি, ক্যা মানব না। কারণ কোন সংশ্লিষ্ট সভ্যতার মানুষ এটা মানতে পারে না। এই তিনটিই সমাজ সভ্যতা ও সংস্কৃতির লজ্জা

আজ নীরবে নিঃশব্দে যে প্রতিবাদ জুনিয়র ও সিনিয়র শিল্পীরা করলেন তা সাড়া দেশের কাছে দৃষ্টান্ত। আমি সবাইকে অনুরধ করব আপনারা গান, নাটক, কবিতা, সাহিত্য চরচা, তুলির টান সহ নানা ভাষায় এই সব বিভিন্ন পন্থায় আপনারা সকলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন

নীরবে অনেক কথা বলা যায়। কথা বলার থেকেও কথা না বলার দাম অনেক বেশী শক্তিশালী, কথা না বলে প্রাণের ভাষা ব্যক্ত করা সভ্যতার, মানবিকতার বড় শিক্ষা

শিল্পী সমাজের সকল শিল্পীকে আমার অনেক অভিনন্দন, আমাদের কাজে আপনারা অনেক উৎসাহ দিয়েছেন

আজ আমরা গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠান করছি, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ

গান্ধীজী দেশকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের জীবন বলিদান দিয়েছেন। দেশকে কখনো ভিন্ন করতে দেননি।
তাই আজ আমরা তাঁর দেখানো পথেই চলেছেন। কোন অন্যায় আবদার, ভাগাভাগি, বিচ্ছিন্নতাবাদ, উগ্রপথা মানব না। ধর্মের নামে হিংসার রাজনীতি আমরা ভালোবাসি না

হিন্দু ধর্ম সার্বজনীন, বিশ্বজনীন, চিরকালীন। সব ধর্ম এক – আর এই কথাই আমাদের মনিষীরা বারবার বলে গেছেন

আমরা আমাদের মিষ্টি ভাষা দিয়ে সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করি এটাই আমাদের বাংলা