সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৮, ২০২০

বইমেলার থেকে বড় ইউনাইটেড ইন্ডিয়া আর কোথাও নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বইমেলার থেকে বড় ইউনাইটেড ইন্ডিয়া আর কোথাও নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সকলকে তিনি অভিবাদন জানান। সাংবাদিকদের প্রশংসা করেন তিনি। এদিন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সৃষ্টি পুরষ্কার পান। মুখ্যমন্ত্রী সরস্বতী পুজর শুভেচ্ছা জানান সকলকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

কোলকাতার বইমেলা এক আন্তর্জাতিক আকর্ষণ। ছোট থেকে আমরা এই বইমেলার সঙ্গে একাত্ম হয়ে পড়েছি। বইয়ের টানে, বইয়ের প্রতি ভালবাসায়, বই-চিত্রের মধ্যে ঐক্য খুঁজতে বারবার আসি এই বইমেলায়। বড় প্রকাশকদের পাশে লিটল ম্যাগাজিনও আছে এই মেলায়।

বইমেলার বিবর্তনের ইতিহাস নিয়ে নৃসিংহ প্রসাদ ভাদুড়িকে অনুরোধ করব কিছু লিখতে। আজকের যুগে ইন্টারনেটে সবকিছু হাটের কাছে পাওয়া যায়। আগে কত কষ্ট করে মানুষকে তথ্য সংগ্রহ করে কিছু লিখতে হত। এই বিবর্তনের বিষয়ে নতুন প্রজন্মের জানা উচিৎ।

কোলকাতার বইমেলায় অনেক হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে চিন্তনে, দর্শনে ফিরে ফিরে পাই। কেউ পার্থিবভাবে হারিয়ে গেলেও তিনি তাঁর লেখনী, সৃষ্টি দিয়ে বেঁচে থাকেন। যতই আমরা ইন্টারনেট ব্যবহার করি, লেখার মধ্যে যে আনন্দ আছে, সেটা আর কোথাও খুঁজে পাওয়া যায়না।

আমরা কোনও কিছুকেই পর ভাবি না। আমরা সব উৎসব নিজের ভেবে পালন করি। এটাই বৈচিত্রের মধ্যে ঐক্য। বাংলা আমার ভাষা। কিন্তু, উর্দুতে বা হিন্দীতে কোনও বই প্রকাশিত হলে আমি সেটা মেনে নেব না? বইমেলার থেকে বড় ইউনাইটেড ইন্ডিয়া আর কোথাও নেই। এই বইমেলা ভারতের সংস্কৃতির ধারক ও বাহক। বই উপভোগ করুন। বিশ্ববাংলা মিলিত হোক এই বইমেলায়। সকলে ভালো থাকবেন।

এবারের থিম কান্ট্রি রাশিয়া। রাশিয়া আমাদের চিরকাল বন্ধু। ওনাদের স্বাগত জানাই। ওনাদের সঙ্গে কথা হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে। ওনারা ওই অনুষ্ঠানে পার্টনার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ওঁরা বাণিজ্য প্রতিনিধি দল পাঠাতে বলেছেন আমাদের। ওঁরাও বাণিজ্য প্রতিনিধি দল পাঠাবেন। সব দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক আছে।

 রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আন্তর্জাতিক মহিলা সম্মেলনে আমি রাশিয়া গেছিলাম। বিশ্ব যুব গণতান্ত্রিক সম্মেলনেও গেছিলাম রাশিয়া। আরও কিছু বিষয়ে রাশিয়া গেছিলাম। আমি রাশিয়ার কিছু জায়গা চিনি।