সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৯, ২০২০

সরকারি সুন্দরিনীর বাজিমাত

সরকারি সুন্দরিনীর বাজিমাত

দুধ-দই, মাছ-মাংস, মধু থেকে সবজি-আনাজ তো আছেই। পাশাপাশি মিষ্টির কারবারেও হাত পাকিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘সুন্দরিনী’ ব্র্যান্ড নামে সেই সরকারি মিষ্টার ইতিমধ্যেও কদরও আদায় করে নিয়েছে আমবাঙালির অন্দরমহলে। আদর করে মুখামন্ত্রী মমতা বন্যোপাধ্যায় নাম রেখেছিলেন সুন্দরিনী।

আদর করে নাম রেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রায় চার বছর আগের ঘটনা। সুন্দরিনী ওরফে ‘সুন্দরবন কোঅপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভস্টক প্রোডিউমার লিমিটেড’ হল গিয়ে রাজ্য প্রাণীসম্পদ বিকাশ দপ্তর পরিচালিত দুগ্ধ সমবায় সমিতি। এই মুহূর্তে কলকাতার বুকে যার অন্তত ছ’টি মিষ্টির দোকান রমরমিয়ে চলছে। নামীদামি বিপণির সঙ্গে টক্কর দিয়ে তারা একের পর এক নজরকাড়া আইটেম উপহার দিচ্ছে ‘মিষ্টিরসিক বাঙালীকে।

আপাতত দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক, অজয়নগর সার্ভে পার্ক, সন্তোষপুর, হালতু কসবা, টালিগঞ্জের মুচিপাড়া ও জোকার ডায়মন্ড পার্কে রয়েছে সুন্দরিনীর বিপণি। বেসরকারি সংস্থার এই ‘ফ্রায়ঞ্চাইজি চেন’ মারফত সুন্দরিনীর মিষ্টি-ব্যবসার পরিধিকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা মজুত। আগামী মার্চের মধ্যে উত্তর কলকাতায় পা বাড়াবে “সুন্দরিনী।

সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন