জানুয়ারী ৮, ২০২০
গঙ্গাসাগর মেলার জন্য ঢালাও আলোর ব্যবস্থা

গঙ্গাসাগর মেলায় অতিরিক্ত ২৩টি অঞ্চলে আলোকসজ্জায় আরও ১০ কিলোওয়াটের বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। রুদ্রনগর, কাকদ্বীপ ও নামখানার সাবস্টেশন থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
গঙ্গাসাগর মেলার নোডাল সংস্থা জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবী অনুযায়ী মোট ২৭৪৪ কিলোওয়াটের বিদ্যুৎ সরবরাহ করা হবে। মোট ৯৪টি স্থানে আলোর বন্দোবস্ত করা হবে।
অতিরিক্ত ২৫টি ডিজেল জেনারেটর মজুত থাকবে বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছেদ্য রাখতে। মেলায় দুটি বিদ্যুতের লাইন থাকবে। কোনও একটি লাইন কোনও কারণে বিকল হলে যাতে অন্যটি সেই কাজ চালিয়ে যেতে পারে।
কপিল মুনির আশ্রমে থাকবে বিশেষ আলোকসজ্জা। কচুবেড়িয়া, ৮ নম্বর জেটি, বেনুবন, চিমাগুড়ি, নামখানা এবং আর কিছু অঞ্চলে বিদ্যুৎ দপ্তর লাগিয়েছে ত্রিফলা আলো। নদীতে নাব্যতার সুবিধার্থে এলইডি আলো লাগানো হয়েছে।
মুখ্যমন্ত্রী ৬-৭ই জানুয়ারী গঙ্গাসাগর যেতে পারেন। এই মেলার মূল ‘স্নানপর্ব’ চলবে জানুয়ারি ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত।