সাম্প্রতিক খবর

জানুয়ারী ৩০, ২০২০

বর্ধমানের কাঠের পুতুলের জন্য জিআই ট্যাগের তদ্বির রাজ্যের

বর্ধমানের কাঠের পুতুলের জন্য জিআই ট্যাগের তদ্বির রাজ্যের

এবার কাঠের পুতুল তৈরির শিল্পের জন্য জিআই ট্যাগ পাওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। বর্ধমানের নতুনগ্রাম এই শিল্পের জন্য বিখ্যাত। জিআই ট্যাগ পেলে শিল্পীদের স্বার্থ সুরক্ষিত হবে।

নতুনগ্রামের শিল্পীরা বহু বছর ধরে এই পুতুল তৈরী করে চলেছে। বেশিরভাগ শিল্পীই সূত্রধর জনগোষ্ঠীর। ওনারা কাঠ দিয়ে বিভিন্ন বাসন ও আসবাবপত্রও তৈরী করেন।

গত কয়েক বছরে এখানকার হস্তশিল্প সারা দেশের নজর কেড়েছে। অনেকেই এই শিল্পীদের তৈরী সামগ্রী কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের আয়োজিত বিভিন্ন মেলায় ওনাদের হস্তশিল্প পাওয়া যায়।

স্থানীয় শিল্পীদের বিশ্বাস এই জিআই ট্যাগ পেলে তাদের প্রভূত উপকার হবে এবং তাঁরা সারা বিশ্বে স্বীকৃতি পাবেন। এর ফলে আগামী প্রজন্মও এই শিল্প শিখতে আগ্রহী হবে।