জানুয়ারী ২০, ২০২০
অসুস্থ গাড়ির জরিমানায় ছাড় দেবে রাজ্য

অসুস্থ গাড়িকে সুস্থ করতে রাজ্য সরকার বিশেষ শিবিরের আয়োজন করছে। ১৪ জানুয়ারি থেকে ৪৫ দিন ধরে এই বিশেষ ক্যাম্প চলবে আরটিও অফিসগুলিতে। রাজ্যের দাবি বাণিজ্যিক গাড়িতে জরিমানায় ছাড় দিলেই জানা যাবে রোগ আক্রান্ত গাড়ির সংখ্যা। রাজ্য পরিবহণ দফতরের কাছে চলে আসবে প্রকৃত তথ্য।
বাণিজ্যিক গাড়ি হোক বা প্রাইভেট কার। রাস্তায় গাড়ি চালাতে গেলে দরকার ফিটনেস সার্টিফিকেট। বিশেষ করে বাণিজ্যিক গাড়ির তো ফিটনেস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বেশ কয়েকটি বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় বাণিজ্যিক গাড়ি হলেও তাদের নেই ফিট সার্টিফিকেট। রাজ্য পরিবহণ দফতর তখনই সিদ্ধান্ত নেয় অসুস্থ গাড়ী ধরতেই হবে। তাই রাজ্য সরকার এবার অভিনব সিদ্ধান্ত গ্রহণ করল। যে সমস্ত বাণিজ্যিক গাড়ির সি এফ ফাঁকি দেওয়ার কারণে প্রচুর টাকা বকেয়া হয়ে গেছে তাদের এবার আর্থিক ছাড় দেওয়া হবে।
কোনও গাড়ি ফিটনেস সার্টিফিকেট নিতে আসতে গেলে কী কী দেখা হয়? দেখা হয় তাদের যথাযথ টায়ার আছে কিনা। দেখা হয় গাড়ির টেকনিক্যাল নানা বিষয়। এমনকি গাড়ির আসন থেকে শুরু করে গাড়ির জানলা-দরজাও পরীক্ষা করা হয়। কিন্তু কে শোনে আর কে দেখে? ফলে পরিবহণ দফতরের চোখে ধুলো দিয়েই রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে প্রচুর ফিটনেস ফেল করা গাড়ি। তাই রাজ্য সিদ্ধান্তে এসেছে যাদের যত টাকা করে জরিমানা জমে আছে তাতে ছাড় দেওয়া হবে।
মাত্র ১৫০০ টাকা দিলেই মিলবে ছাড়। নিয়মানুযায়ী সি এফ করাতে গেলে দিতে হয় ৮৪০ টাকা। এরপরে যে যে সমস্যা ধরা পড়ে তা ঠিক করতে গেলে আলাদা টাকা খরচ হয়। অনেকেই খরচের ভয়ে সেই গাড়ির আর ফিটনেস সার্টিফিকেট নিতে কেউ আসে না। ফলে আনফিট গাড়ি ঘুরে বেড়াচ্ছে গোটা শহর জুড়েই। সি এফ ফেল করার পরে নতুন করে আর সি এফ করাতে না আসলে প্রতিদিন খরচ হয় বা খাতায় জমা পড়ে মাত্র ৫০ টাকা করে।