জানুয়ারী ২১, ২০২০
২৭শে জানুয়ারি সিএএ-বিরোধী প্রস্তাব রাজ্য বিধানসভায়

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের প্রস্তাব আনতে যাচ্ছে বাংলা সরকার। আগামী ২৭শে জানুয়ারি রাজ্য বিধানসভার এক বিশেষ অধিবেশনে এই সিএএ-বিরোধী প্রস্তাব আলোচনা ও গ্রহণের জন্য তোলা হবে।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নতুন নাগরিকত্ব আইন সিএএ প্রত্যাহারের দাবিতে রাজ্য বিধানসভায় আমরা দুই-এক দিনের মধ্যে প্রস্তাব গ্রহণ করব।’ উত্তরবঙ্গের শিলিগুড়িতে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আজ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আগামী ২৭শে জানুয়ারি দুপুর দুটোর সময় রাজ্য বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব আলোচনা ও গ্রহণের জন্য এক বিশেষ অধিবেশন হবে।” তিনি অন্যান্য রাজনৈতিক দলকেও আহ্বান জানান এই প্রস্তাবকে সমর্থন করার জন্য।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ই সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এনআরসি বিরোধী একটি প্রস্তাব গৃহীত হয়। সেই সময় যেহেতু সিএএ সংসদে পাশ হয়নি তাই সেই প্রস্তাবে সিএএ-র উল্লেখ ছিল না।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, গণতন্ত্রের স্বার্থে এই প্রস্তাব পাশ করা জরুরি।