জানুয়ারী ২৪, ২০২০
রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পে ৭৫০ কোটির বিনিয়োগ

রাজ্যের সৌরবিদ্যুৎ প্রকল্পে ৭৫০ কোটি টাকার বিনিয়োগ আসছে। নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রায় ৫৬২ একর জায়গা জুড়ে এই সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে। এখান থেকে রোজ গড়ে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এটাই হবে রাজ্যের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র।
এই প্রকল্পে ৬০০ কোটি টাকা অতি সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়েছে জার্মান সংস্থা কেএফডব্লিউ। প্রকল্পটি সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন নিগমের হলেও তাতে রাজ্য সরকারের অংশীদারিত্ব থাকবে। এই প্রকল্পে রাজ্য বিনিয়োগ করবে ১৫০ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ফোটোভোলটিক পদ্ধতিতে সূর্যালোক থেকে এখানে বিদ্যুৎ তৈরী হবে। সেই বিদ্যুৎ চলে যাবে সরবরাহ লাইনে। উদ্বৃত্ত হলেও অনেক সময় রাজ্যে বিদ্যুতের চাহিদা আচমকা বেড়ে যায়। প্রস্তাবিত এই সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হলে ‘পিক আওয়ারে’ রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে সুবিধা হবে। শীঘ্রই এই কেন্দ্র গড়ার জন্য টেন্ডার ডাকা হবে।
সৌজন্যেঃ এই সময়