সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৫, ২০২০

উত্তরবঙ্গে নতুন পর্যটন কেন্দ্র

উত্তরবঙ্গে নতুন পর্যটন কেন্দ্র

বাংলাকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে রাজ্য অনেক উদ্যোগ নিয়েছে। বর্তমানে একটু কম জনপ্রিয় প্রাকৃতিক জায়গাকেই পর্যটকরা বেছে নিচ্ছেন পছন্দের গন্তব্য হিসেবে। এজন্য রাজ্য সরকার শিলিগুড়ির কাছে একটি নতুন পর্যটন কেন্দ্র তৈরী করছে।

সম্প্রতি পর্যটন মন্ত্রী জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর ধারে ডাবগ্রামে চুমুকডাঙি নামক পর্যটন কেন্দ্রটির শিলান্যাস করেন। এখানে বাঁধ ও স্পার তৈরী করা হবে ৮.০৩ কোটি টাকা ব্যয়ে। এই গ্রামটি শিলিগুড়ি থেকে ২০ কিলোমিটার দূরে। এখানেই গড়ে তোলা হবে নতুন পর্যটন কেন্দ্র।

এখানে তিস্তা নদীর ধারে ও বৈকন্ঠপুর বনাঞ্চলে প্রাকৃতিক শোভা, জীববৈচিত্র্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। এই বনাঞ্চলে আছে হাতি, হরিণ ও লেপার্ডের মত প্রাণী। এখানে পর্যটন দপ্তর ১৪টি কটেজ সম্বলিত একটি রিসর্ট ও ডাইনিং হল সম্মিলিত একটি রেস্তোরাঁ তৈরী করবে।

শিলিগুড়ির কাছে আরও কিছু প্রকল্প হাতে নিয়েছে দপ্তর। রাধাবাড়িতে বিএসএফ ক্যাম্পের কাছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির সংযোগকারী রাস্তায় (যা শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে) সেখানে কৃত্রিম উপায়ে বনাঞ্চল তৈরীর কথা ভাবা হচ্ছে। এখানে বিভিন্ন বিরল গাছ ও ফলের গাছ লাগানো হবে এবং আশা করা হচ্ছে অনেক প্রকৃতি প্রেমী ও পর্যটক এখানে আসবেন।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কের কাছে একটি কর্মতীর্থ তৈরী করা হবে। এই সাফারি পার্ক খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। এই কর্মতীর্থে এখানে আগতরা আসতে আগ্রহী হবেন বলে আশা করা যায়। এখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর তৈরী বিভিন্ন হাটের কাজের প্রদর্শনী ও বিপণন হবে।