জানুয়ারী ৩০, ২০২০
বাংলায় ক্রেডিট পোটেনশিয়াল বেড়ে হতে পারে ১.৯ লক্ষ কোটি টাকা: নাবার্ড

ন্যাশানাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) এর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় প্রদত্ত ঋণের পরিমাণ (ক্রেডিট পোটেনশিয়াল) বেড়ে হতে পারে ১,৯১,২৮৯ কোটি টাকা, যা এই অর্থবর্ষে রাজ্য সরকার প্রদত্ত ঋণের অঙ্কের তুলনায় ২৯.২৫ শতাংশ বেশী। নাবার্ড দ্বারা প্রকাশিত ‘স্টেট ফোকাস ফর ২০২০-২১’ পেপারে এই তথ্য পাওয়া গেছে।
ক্রেডিট পোটেনশিয়াল বাড়া মানে তৃণমূল স্তরের মানুষের চাহিদায় বৃদ্ধির ইঙ্গিত, যার অন্যতম কারণ অবশ্যই উন্নত পরিকাঠামো। আগামী অর্থবর্ষে ক্রেডিট পোটেনশিয়ালের বেশিরভাগটাই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে (৪২.৩৯ শতাংশ), কৃষিতে ৪০.৩ শতাংশ, স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে ৮.২৬ শতাংশ, আবাসন ক্ষেত্রে ৫.০৩ শতাংশ এবং বাকিটা শিক্ষা ঋণ, সামাজিক পরিকাঠামো এবং পুনঃনবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে।
এই রিপোর্ট পেশ করার সময় কলকাতায় নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার বলেন, বাংলায় প্রদত্ত কৃষি ঋণের পরিমান গত পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণ।
তথ্যসূত্র: দি ইকোনমিক টাইম্স