সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৩, ২০২০

আরও জোরালো হবে ক্যা-এনআরসি বিরোধী আন্দোলন: দিদি

আরও জোরালো হবে ক্যা-এনআরসি বিরোধী আন্দোলন: দিদি

দলের ছাত্র সংগঠনের ধরনায় সোমবার হঠাৎই হাজির হয়ে তাঁদের প্রকৃত গণ আন্দোলনের তালিম দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছাত্র সংগঠনের ধরনারত পড়ুয়াদের প্রশংসা করার পাশাপাশি গোটা ছাত্র সমাজকে আন্দোলনের সাবাশি দিয়েছেন তিনি। এমনকী, ধরনা মঞ্চে শনিবার যে ছাত্রেরা তাঁকে ‘কটূক্তি’ করেছিল, তাঁদেরও ক্ষমার দৃষ্টিতেই দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি তাবড় ছাত্রকুলের পথে নামাকে যেমন স্বাগত জানাচ্ছেন, তেমনই কুর্নিশ করেছেন ‘নাগরিক’ আন্দোলনকেও। দিদির বক্তব্য, সিএএ-এনআরসি-র বিরুদ্ধে সমাজের সমস্ত স্তরের ও নানা পেশার মানুষ রাস্তায় নেমেছেন।

তিনি বলেন, ‘অনেকেই তোমরা চাইছ বেঙ্গলে গুলি চলুক, তোমরা এর জন্য আন্দোলনের নাটক করে বেড়াচ্ছ। কোনও ঘটনা ঘটলে দায়িত্ব তোমাদের সবার থাকবে। প্রশাসন তোমাদের সঙ্গে আছে। তার কারণ এই আন্দোলনটা তাদের। তাদের পরিবারের লোকও এই আন্দোলনকে সমর্থন করে। তা হলে তুমি কেন গন্ডগোল, অশান্ত করবে?

এ দিন দিদি বলেন, ‘পরশু রাতে এখানে হামলা হয়েছিল। কিন্তু আমি তাদের নিন্দা ঠিক করছি না। শুধু বলব, শুভ বুদ্ধির উদয় হোক।’ তা ছাড়া, সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে যেখানে যত ছাত্র-ছাত্রী নেমেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানান তৃণমূল নেত্রী। সেটা করতে গিয়ে তিনি বলেছেন, ‘যারা আমাকে কটূক্তি করেছে, আমি তাদের আন্দোলনকেও অভিনন্দন জানাই।

তিনি ফের আহ্বান করেছেন, ‘মোদী বিরোধী সব মানুষকে বলব যার যেখানে অস্তিত্ব আছে, সেখানে প্রতিবাদ আন্দোলন করুন। আমার অস্তিত্ব বাংলায় তাই আমি বাংলায় আন্দোলন চালিয়ে যাব। বাইরে কোথাও যাচ্ছি না। সমস্ত আঞ্চলিক দলকে আমি সংহতি জানাচ্ছি।’ এ দিনের ধরনা থেকেও মোদী সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী ফের দাবি করেছেন, ‘সিএএ প্রত্যাহার করুন। এনআরসি-এনপিআরও কার্যকর করতে দেব না।’

যুগপৎ সংসদের ভিতরে-বাইরে তাঁর দলই প্রথম প্রতিবাদ করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় স্মরণ করিয়েছেন।