জানুয়ারী ২০, ২০২০
আজ উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ শিলিগুড়িতে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। গত কয়েক বছর ধরে এই বাৎসরিক উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এই অঞ্চলের মানুষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধন করবেন। সংস্কৃতি ও রাজনৈতিক জগতের বহু বিখ্যাত ব্যক্তি এখানে উপস্থিত থাকবেন। এই উৎসবের উদ্দেশ্য উত্তরবঙ্গের সংস্কৃতি, হস্তশিল্প, সঙ্গীত, গান সকলের সামনে তুলে ধরা। এই বছর নবম বর্ষে পা দেবে এই উৎসব।
এই বছর উত্তরবঙ্গ উৎসবের অন্যতম আকর্ষণ হল এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতা এবং একটি সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যক্তিত্বদের বঙ্গ রত্ন পুরষ্কার দেওয়া হবে।