জানুয়ারী ১৮, ২০২০
জঙ্গলমহল উৎসবে এ বার থাকছে লেজার শো

এ বার রাজ্যস্তরের জঙ্গলমহল উৎসবে যোগ দেবেন প্রায় আট হাজারেরও বেশি লোকশিল্পী।আগামী ২০-২৫ জানুয়ারি ঝাড়গ্রামে উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসব হবে ঝাড়গ্রাম শহরের ননীবালা বয়েজ স্কুল মাঠে।
গতবার ৭,৮০০জন লোকশিল্পী এই উৎসবে যোগ দিয়েছিলেন। এ বার আরও বেশি সংখ্য লোকশিল্পী উৎসবে যোগ দেবেন বলেই মন্ত্রী জানিয়েছেন। সংখ্যাটা প্রায় ৮ হাজার হতে পারে। মন্ত্রী আরও জানান, এ বার উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা আয়োজন করা হচ্ছে। তিলকা মাঝি ও বিনয়-বাদল-দীনেশের জীবনী নিয়ে থাকছে লেজার শো। কারিগরি হাটও বসবে।
জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও লোকসংস্কৃতির চর্চাকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন। জঙ্গলমহলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নও এই উৎসবের লক্ষ্য। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত উৎসব চলবে।