জানুয়ারী ৩, ২০২০
কৃষক কল্যাণে কৃষি মেলা

কৃষকদের কারিগরি বিষয়ে অবগত করতে এবং এর মাধ্যমে কৃষকদের জীবনধারার মানোন্নয়ন করতে সমস্ত জেলায় রাজ্য কৃষি দপ্তর আয়োজন করছে কৃষি মেলার। ইতিমধ্যেই বীরভূম জেলার সিউড়িতে কৃষি মেলার উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রী।
উৎপাদন বাড়াতে মেলায় আগত কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেবেন দপ্তরের আধিকারিকরা। কৃষকরা সেই সমস্ত যন্ত্রপাতি এই মেলা থেকে কিনতেও পারবেন। কৃষি মেলায় কৃষকদের উৎপাদন করা বিভিন্ন খাদ্য দ্রব্য মেলাতে প্রদর্শিতও হবে।
এছাড়া তারা কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে চাষাবাদ সংক্রান্ত আলোচনা করতে পারবেন। রাজ্য সরকারের বিভিন্ন কৃষি সংক্রান্ত প্রকল্প সম্পর্কেও জানতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য কৃষি দপ্তর বিভিন্ন প্রকল্প চালু করেছে কৃষকদের সুবিধার্থে। এছাড়া সরকার বীজ কিনতে ও যন্ত্রপাতি কিনতেও বা ভাড়া নিতে ঋণ দিয়ে থাকে। পাশাপাশি, বাংলা শস্য বীমা প্রকল্প চালু করা হয়েছে, যার পুরো খরচ বহন করে রাজ্য সরকার।
এই সকল প্রকল্পের ফলে রাজ্যের কৃষকদের গড় বার্ষিক আয় বেড়েছে তিনগুণের বেশী।