সাম্প্রতিক খবর

জানুয়ারী ৫, ২০২০

৬৬ লক্ষের বেশী কৃষক উপকৃত হয়েছে 'কৃষক বন্ধু' প্রকল্পে

৬৬ লক্ষের বেশী কৃষক উপকৃত হয়েছে 'কৃষক বন্ধু' প্রকল্পে

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ৬৬ লক্ষ কৃষক এখন পর্যন্ত উপকৃত হয়েছে। সমবায় মেলার উদ্বোধনে এসে এই তথ্য দেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।

এই প্রকল্প এতটাই সফল যে বিভিন্ন রাজ্য এই প্রকল্পের অনুকরণ করছে। বাংলাই একমাত্র রাজ্য যেখানে কৃষকদের জন্য এতো স্বয়ংসম্পূর্ণ প্রকল্প আছে।

২০১৮ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে রাজ্য সরকার ৬৬.২ লক্ষ চাষিদের জন্য ইতিমধ্যেই ১০৩১ কোটি টাকা ব্যয় করেছে। ৩৮.৭৭ লক্ষ চাষিদের জন্য ৬০১ কোটি টাকা ব্যয় করেছে ২০১৮-১৯ অর্থবর্ষে। ২০১৯-২০ অর্থবর্ষে ব্যয় করেছে ৪৩০ কোটি টাকা। এই অর্থবর্ষ শেষ হলে সংখ্যাটা আরও বাড়বে।

কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রতি বছর রবি ও খারিফ মরশুমে একর পিছু মোট সর্বাধিক ৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ২ হাজার টাকা প্রদান করে রাজ্য সরকার। ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনও কৃষক মারা গেলে এককালীন ২ লক্ষ টাকা পরিবারকে দেওয়া হয়।