জানুয়ারী ১০, ২০২০
টানা দু'বছর দেশের নিরাপদতম শহর কলকাতা

মাস তিনেক আগে ২০১৭-র অপরাধের খতিয়ানের নিরিখে দেশের নিরাপদতম শহর হয়েছিল কলকাতা। ২০১৮-তে অপরাধের সংখ্যা আরও কমল শহরে। কমেছে অপরাধের হারও।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, অপরাধের হারের নিরিখে দেশের মধ্যে নিরাপদতম মেট্রো শহরের তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। ২০১৮-তে সেখানে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া মামলার সংখ্যা অনুযায়ী অপরাধের হার ছিল ১৩৯.৫। সবচেয়ে আশার কথা, অপরাধের গ্রাফ ক্রমশ কমছে।
গত তিন বছরের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-য় কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল ২২,৫১৯। ২০১৭-তে তা কমে হয়েছিল ১৯,৯২৫। ২০১৮-য় সেটা আরও কমে হয়েছে ১৯,৬৮২। কমেছে খুন, ডাকাতি, ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ঘটনাও। ২০১৭-এর ১,২৩১ থেকে সংখ্যাটা এক বছরে কমে হয়েছে ১,২১২।
পুলিশ জানিয়েছে, মহিলাদের নিরাপত্তার জন্যও বেশ কয়েকটি নতুন পদক্ষেপ করা হয়েছে। রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন টহলদারি বাহিনী নামানো হয়েছে। এ ছাড়াও ‘বন্ধু’ অ্যাপে বিশেষ প্যানিক বাটনও চালু করা হয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতিতে কোনও মহিলা সেই বাটন টিপলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে পুলিশ।