জানুয়ারী ২২, ২০২০
পুরসভাগুলিকে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স দেবে রাজ্য সরকার

রাজ্য পরিবহণ দপ্তর পর্যায়ক্রমে বিভিন্ন পুরসভা ও বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিককে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স প্রদান করবে।
আগামী ২২ তারিখ এক অনুষ্ঠানে এই অ্যাম্বুলেন্স প্রদান করা হবে। প্রথম পর্যায়ে যেসব পুরসভা অ্যাম্বুলেন্স পাবে, সেগুলি হল, মুর্শিদাবাদ, ধুলিয়ান, খড়গপুর, কালিয়াগঞ্জ এবং ঝাড়গ্রামের জেলাশাসক ও কয়েকটি ক্লাব।
প্রতি অ্যাম্বুলেন্সে থাকবে ডাক্তার, নার্স ও পার্শ্বচিকিৎসক। যারা এই অ্যাম্বুলেন্স ব্যবহার করবে, তাদের ওপরেই অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বলবত থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ নিরাপত্তায় জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প জাতীয় স্তরেও প্রশংসিত হয়েছে। তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জাতীয় ও রাজ্যসড়কের দুর্ঘটনা প্রবণ জায়গাগুলিকে চিহ্নিত করতে যাতে আরও দুর্ঘটনা কমে।