সাম্প্রতিক খবর

জানুয়ারী ৬, ২০২০

'গর্জে ওঠো'- জেএনইউ নিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'গর্জে ওঠো'- জেএনইউ নিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জনবিরোধী, অসাংবিধানিক সিএএ ও এনআরসির বিরুদ্ধে সবরকম ভাবে প্রতিবাদ জানিয়েছেন। তিনি কলকাতা সহ সারা রাজ্যে বহু এনআরসি বিরোধী মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রতিবাদের মধ্যে আছে কবিতাও। আজ আবারও তিনি কলম ধরেন। দেখে নেওয়া যাক তাঁর কবিতাটি।

গর্জে ওঠো

আত্মপ্রত্যয়ের অগ্নি আজ
জ্বলুক সবার ঘরে,
অশনি সংকেত-এর দমকা হাওয়া
কেন বইছে জোরে?
সকাল বেলায় রাত্রি ঘনায়
কোন নিশানার তরে
ঘৃণ্যশক্তি, পাখা মেলেছে
মানবিকতার দ্বারে।
কোন এক মশালের লালসায়
দহন হয়েছে জীবন্ত প্রাণ
লাশকাটা ঘরে বিভীষিকায়!
কত গেল মানবিক প্রাণ।
অকস্মাৎ বেড়ে গেছে
মাছিদের বড্ড আনাগোনা,
দেহগুলো কাটাছেঁড়ায়
চেনবার নেইকো কোন ঠিকানা।
রক্তে রক্তে ভরে আছে মানুষের ভয়াভয়,
মনুষ্যত্বের দীপালিকায় উড়ছে ধূলো ছাই।
বিজ্ঞানে ক্লান্ত নক্ষত্ররা-
শেষ নাগে অতর্কিত ছোবল,
মেঘে ঢাকা পড়েছে রৌদ্র –
লজ্জায় ইতিহাস মুখ লুকোচ্ছে কেবল!
কোথায় চলেছি আমরা জানি না,
ভিড় বাড়ছে – চেনার সাথে বহু অচেনা মুখের
রাস্তায় পথ চলতে চলতে ।
বহু সুদূরপ্রসারী মুখ-
কোনদিন যাদের দেখিনি,
তাদের বুকেও গর্জাল হুঙ্কার!
উদ্যত পথিক
ঔদ্ধত্য ঘাতক
ঘৃণাভরে ঔদ্ধত্য গর্দ্ধলোক
পিপাসার ক্ষোভে,
ব্যর্থতার আঁধার সাগরে
জল মাপতে বসেছে দাঁড়িপাল্লা –
ভিখ মাগবে?
না অধিকার চাইবে?
অধিকার তো তোমার ঠিকানা,
তবে শঙ্কা কেন?
জ্বলে ওঠো আত্মবিশ্বাসে,
রক্ষা করো আত্মমর্যাদার।
অশ্রজল কি কখনো
দাঁড়িপাল্লায় মাপা যায়?
যায় না, স্তব্ধ হও, কোন কথা নয়,
ছিঃ ছিঃ ছিঃ
আমরা সবাই নাগরিক