জানুয়ারী ১০, ২০২০
বিদ্যুৎ প্রকল্পের দূষণ আটকাতে ব্যবস্থা রাজ্যের

আগামীদিনে রাজ্যে যে বিদ্যুৎ প্রকল্পগুলি গড়ে উঠবে সেগুলি হবে ‘সুপারক্রিটিক্যাল প্ল্যান্ট’। যেখান থেকে কার্বন বা অন্যান্য ক্ষতিকর পদার্থ খুব কম পরিমাণে নিঃসরণ হবে। দূষণ রুখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী। পার্ক সার্কাস ময়দানে বেঙ্গল ন্যাশানাল চেম্বার ও কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের অনুষ্ঠানে জানালেন তিনি।
সাগরদিঘিতে যে প্রকল্পটি গড়ে উঠেছে তা এই প্রযুক্তিতে গড়ে তোলা হচ্ছে। যেখানে প্রতিদিন ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। কোলাঘাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত। বিদ্যুৎ সংযোগ চাইলেই দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ছাড়াও এরাজ্যের শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো আছে।
বিএনসিসিআইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এরাজ্যে যাতে শিল্প আরও গড়ে সেদিকে নজর দিতে হবে।
সৌজন্যেঃ আজকাল