জানুয়ারী ২২, ২০২০
আজ পাহাড়ে সিএএ বিরোধী মিছিলে হাঁটলেন দিদি

আজ পাহাড়ে সিএএ বিরোধী মিছিলের নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজকের মিছিল ভানুভক্ত ভবন থেকে চকবাজার অবধি গেছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে এই অগণতান্ত্রিক, অমানবিক আইনের বিরোধীতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে কলকাতায় অনেকগুলি মিছিলের নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের মানুষের স্বার্থে কেন্দ্রের ডাকা এনপিআর নিয়ে বৈঠককে সারা দেশে একমাত্র বয়কট করেন তিনি। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনেও তিনি বলেন, এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে চিন্তা করবেন না। আমি আছি আপনাদের ভয় নেই। আমরা সিএএ, এনপিআর-এর বিরুদ্ধে। বাংলায় নাগরিকত্ব আইন হবেনা। আমি ৩৬৫দিন আপনাদের পাহারাদার, শুধু ভোটের পাহারাদার নই।
তিনি আরও বলেন, এনপিআর-এ ওরা মুখে বলছে বাবা-মার জন্মের সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, না দিলেও চলবে। এনপিআর আইনের কাগজপত্র-এ যখন লেখা আছে সেটা সংশোধন না করা হচ্ছে এটা করা যাবে না।