জানুয়ারী ৪, ২০২০
পরিবেশ বান্ধব সাংস্কৃতিক পর্যটনে উদ্যোগী পর্যটন দপ্তর

রাজ্য পর্যটন দপ্তর হুগলীর সবুজদ্বীপ ও দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে পরিবেশ বান্ধব সাংস্কৃতিক পর্যটন তৈরী করবে। রাজ্য পর্যটন দপ্তর চায় বাংলার পর্যটন মানচিত্রে এই দুই জায়গা স্থান পাক।
সবুজদ্বীপে মূলত দুটি দ্বীপ আছে। একটি দ্বীপের আয়তন ৫৫ একর অন্যটির আয়তন ৪৪ একর। দপ্তর ইতিমধ্যেই এই দ্বীপদুটির উন্নয়ন শুরু করেছে। এখানে দপ্তর কিছু স্টল তৈরী করবে যেখানে স্থানীয় শিল্পীরা নিজেদের তৈরী হস্তশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রী করতে পারবেন। এখানে লোকশিল্পীরা যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন, সেই জন্য মঞ্চও তৈরী করা হবে।
এই দুটি অঞ্চলকে বাম জমানায় অবহেলিত করে রাখা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দুই জায়গার ও অন্যান্য অঞ্চলের পর্যটন সম্ভবনা খতিয়ে দেখেছে।
রাজ্য বন দপ্তর ঝড়খালিতে একটি চিড়িয়াখানা তৈরী করছে সুন্দরবনের বিলুপ্ত প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ করতে।