জানুয়ারী ২৭, ২০২০
বিধানসভায় পাশ সিএএ বিরোধী প্রস্তাব

রাজ্য বিধানসভায় পাশ হল সিএএ বাতিলের প্রস্তাব। এদিন এই প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বাংলায় সিএএ, এনপিআর, এনআরসি হতে দেব না। শান্তিপূর্ণভাবে আমরা এর বিরোধিতা করব।” এদিন তিনি অভিযোগ করেন, “সিএএ মেনে দেশের নাগরিকত্ব পেতে হলে, আগে নিজেকে বিদেশী বলে ঘোষণা করতে হবে। এটা মারাত্মক ষড়যন্ত্র। ওদের টোপে পা দেবেন না।”
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। আজ বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বিরোধী প্রস্তাবের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৬ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এনআরসি বিরোধী প্রস্তাব পাশ হয়েছিল। আর এনআরসির সূত্র ধরেই সিএএ এসেছে। তাই দেশের মধ্যে সর্বপ্রথম এই প্রস্তাব পশ্চিমবঙ্গেই পাস হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম-কংগ্রেস কৃতিত্ব নেওয়ার জন্য অভিযোগ করছে। এখন কৃতিত্ব ভুলে একসঙ্গে লড়াই করার সময়।