সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৯, ২০২০

বাতিল ট্যাবলোর প্রদর্শনী কলকাতায়

বাতিল ট্যাবলোর প্রদর্শনী কলকাতায়

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য রাজ্য সরকার কন্যাশ্রী, সবুজশ্রী এবং জল ধরো জল ভরো প্রকল্পের ওপর তৈরী ট্যাবলো পাঠাতে চেয়েছিল। সেই প্রস্তাব বাতিল করে দেয় কেন্দ্র। দিল্লির রাজপথে না চললেও কলকাতায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই ট্যাবলো ব্যবহারের পরিকল্পনা করছে রাজ্য সরকার।

সামাজিক এবং পরিবেশগত দিক থেকে রাজ্যের ওই সব প্রকল্পের তাৎপর্য গভীর ও ব্যাপক। সাধারণ মানুষকে সতেচন করে তুলতেও যথেষ্ট সাহায্য করে এই ধরনের উদ্যোগ। ফলে দিল্লি গুরুত্ব না-দিলেও রাজ্যের কাছে এগুলির প্রাসঙ্গিকতা যথেষ্টই। তাই সব ঠিক থাকলে প্রজাতন্ত্র দিবসে এই ট্যাবলো চালানো হবে কলকাতার রাজপথে।

সাধারণতন্ত্র দিবসের দিন ট্যাবলো ছাড়াও লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। একটি স্কুলও যোগ দিচ্ছে ওই অনুষ্ঠানে। তা ছাড়া এনসিসি, দমকল, কলকাতা পুলিশ এবং সেনাবাহিনীর বিশেষ প্রদর্শন থাকবে কলকাতার রাজপথে। নির্দিষ্ট সময়ের মধ্যে অতিথি-অভ্যাগতদের সামনে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাফল্য তুলে ধরা হবে।