জানুয়ারী ২৩, ২০২০
রাজ্যজুড়ে পালিত হচ্ছে সুভাষ উৎসব

আজ রাজ্যজুড়ে মহান দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সুভাষ উৎসব হিসেবে। এই উৎসবের আয়োজন করেছে রাজ্য যুব কল্যাণ দপ্তর। এই মহান দেশনায়ক ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন।
আজ দার্জিলিং থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়ঙের গিদ্দাপাহাড়ে নেতাজীর বাড়িকে সুভাষ সংগ্রহশালা করা হয়েছে। এই বাড়িতে নেতাজীকে ১৯৩৬ সালে ব্রিটিশ সরকার গৃহবন্দী করে রাখে। এরপর ১৯৩৭ সালেও তিনি কিছুদিন এখানে ছিলেন।
রাজ্যের ৩৪২টি ব্লক, ১১৮টি পৌরসভা, ছটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (কলকাতা বাদে), কলকাতা পৌর সংস্থার অধীন ১৪৪টি ওয়ার্ড সহ রাজ্যের সবকটি জেলা সদর এবং জি.টি.এ-তে এই উৎসব আয়োজিত হবে।