সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৪, ২০২০

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল, তদারকিতে রাজ্যের মন্ত্রীরা

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল, তদারকিতে রাজ্যের মন্ত্রীরা

মিঠে রোদ গায়ে মেখে লম্বা লাইনে পুণ্যার্থীরা। কারও মাথায় বোঝা তো কারও কাঁধে ব্যাগ। হালকা রোদে দাঁড়িয়ে আছেন ভিনদেশী সব তীর্থযাত্রীরা। লম্বা লাইন পড়েছে আট নম্বর থেকে শুরু করে কচুবেড়িয়াতেও। নামখানা লঞ্চগুলোতে উপচে পড়া ভিড়। সবার গন্তব্য গঙ্গাসাগর।

ইতিমধ্যে মেলায় উপস্থিত হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সুজিত বসু এবং গিয়াসউদ্দিন মোল্লা। অন্যদিকে, কচুবেড়িয়ায় রয়েছেন আরও তিন মন্ত্রী। মেলায় পৌঁছে গেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। সেজে উঠেছে কপিলমুনির আশ্রম।

২০২০ সালের গঙ্গাসাগর মেলা উদ্বোধনের পর থেকেই ভিড় জমেছে তীর্থযাত্রীরা। এবারের গঙ্গাসাগর মেলার উল্লেখযোগ্য বিষয় হল ক্লিন গঙ্গাসাগর। কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত প্রতিটা জায়গাতেই ক্লিনিং-এর ব্যবস্থা করা হয়েছে। প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। প্রতি মুহূর্তে তারাই গঙ্গাসাগরকে পরিচ্ছন্ন করে রাখছেন।

আলোকমালায় সাজানো হচ্ছে গঙ্গাসাগরের মেলার প্রতিটি এলাকাকে। কাকদ্বীপের নদীর তীরে ও রঙ্গিন পতাকা উত্তরে হাওয়া পতপত করে উড়ছে। মুড়িগঙ্গা নদীর ঘাট ধরে সাজানো হয়েছে কাকদ্বীপকে। কচুবেড়িয়াতে আলোক মালায় সাজানো হয়েছে নদীর পাড়। বাফার জোনগুলিতে ভিড় বেড়েছে গাড়ির। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা পুণ্যার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিটা মুহূর্তে। হিন্দি ও বাংলায় চলছে প্রচার।

কোথায় কত ভিড় হচ্ছে তা ভালভাবে দেখে নেওয়া যাচ্ছে বিশেষ অ্যাপের মাধ্যমে। কোন জেটিতে কত মানুষ ভীড় করে আছেন প্রতি মুহূর্তে কন্ট্রোলরুম থেকে নজরদারি চালানো হচ্ছে। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন জেটিতে। মোতায়েন করা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীদের। আছেন প্রশাসনের আধিকারিকরা। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন পরিপূর্ণ।
মন্ত্রী সুব্রত মুখার্জি সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছেন এ বছর মেলায় ইতিমধ্যেই তেরো লক্ষ্য পুণ্যার্থী ও স্নান করে ফিরে গেছে। তবে ভিড় আরও বাড়বে বলে আশা প্রশাসনের।