জানুয়ারী ২৩, ২০২০
নেতাজীর প্রতি শ্রদ্ধাশীল মা-মাটি-মানুষের সরকার

ফাইল প্রকাশ থেকে সুভাষ উৎসব – রাজ্য সরকার নেতাজীর সম্মানকে অক্ষুণ্ণ রাখতে উদ্যোগী। নেতাজী আজও আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন।
২০১৫ সালের ১৮ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর বিষয়ে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে থাকা ৬৪টি ফাইল প্রকাশ করেন। এই ফাইলগুলি আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে অবস্থিত কলকাতা পুলিশ মিউজিয়ামে রাখা আছে। যে কেউ গিয়ে এই ফাইলগুলি দেখতে পারেন।
এই সকল ফাইলকে ডিজিটাল করার সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে স্বাধীনতার পরবর্তী সময়ের ফাইলগুলি প্রকাশের পরিকল্পনাও সরকারের আছে।
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বিদেশী সরকারকে দাবী জানান নেতাজীর বিষয়ে বিভিন্ন গোপন ফাইল প্রকাশ করার জন্য।
২০১৬ সালের ১৫ই জানুয়ারি নেতাজীর মহানিষ্ক্রমণের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি ফলক ও একটি মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ১৯৪১ সালে নেতাজীর গৃহবন্দী অবস্থায় ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়াকে ‘মহানিষ্ক্রমণ’ বলা হয়।