সাম্প্রতিক খবর

জানুয়ারী ৬, ২০২০

ঘূর্ণিঝড় বুলবুল: রাজ্যের দৌলতে এখনও পর্যন্ত ১৬০ কোটি টাকা বিলি

ঘূর্ণিঝড় বুলবুল: রাজ্যের দৌলতে এখনও পর্যন্ত ১৬০ কোটি টাকা বিলি

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ ৬৬ হাজার ১৬০ জন কৃষককে ক্ষতিপূরণের টাকা দিল রাজ্য সরকার। এজন্য এখন পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে ১৬০ কোটি ২৮ লক্ষ টাকা। সেইসঙ্গে ৬ লক্ষ ২৮ হাজার কৃষককে দেওয়ার জন্য চেক তৈরী হয়ে গিয়েছে। টাকার অঙ্কে তা হল ২১৯ কোটি ৩৭ লক্ষ টাকা।

দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে টাকা পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলীর ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণার সঙ্গে সঙ্গে অর্থদপ্তর থেকে টাকা কৃষিদপ্তরে পাঠিয়ে দেয়।

প্রতি হেক্টর জমির জন্য ১৩,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ন্যূনতম ১০০০ টাকা (ছোট জমির জন্য) এবং সর্বাধিক ২৭ হাজার টাকা দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। তবে কারও হাতে কোনও চেক নয়, সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। যতদিন না সব ক্ষতিগ্রস্ত কৃষক টাকা পাবেন, ততদিন ক্যাম্প চলবে এবং সবাইকেই টাকা দেওয়া হবে।

এই প্রসঙ্গে বলা দরকার বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য গত ৬-৭ ডিসেম্বর রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি ২৩,৮১১ কোটি টাকা ক্ষতিপূরণের হিসেব পেশ করেন। এতদিন পেরিয়ে গেলেও দুর্গত মানুষের জন্য একটি টাকাও পাঠায়নি কেন্দ্রীয় সরকার।

সৌজন্যেঃ বর্তমান