জানুয়ারী ২৮, ২০২০
তথ্যপ্রযুক্তিতে এগিয়ে বাংলা: অমিত মিত্র

তথ্য ও প্রযুক্তি শিল্পে এগিয়ে বাংলা। রাজ্যের অর্থ এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অমিত মিত্র বলেন, শুধু কলকাতাতেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় বর্ধমান, পুরুলিয়া, শিলিগুড়ি-সহ অন্যান্য শহরেও আইটি হাব গড়ে উঠেছে। সেখানকার স্থানীয়রা দক্ষতার সঙ্গে সেখানে কাজও করছেন।
মন্ত্রী বলেন, দেশের জিডিপি নিম্নমুখী হলেও বাংলার উন্নয়ন সূচক ঊর্ধ্বমুখী। তিনি বলেন, ‘গত আর্থিক বছরে দেশের জিডিপি ৬.১ হলেও বাংলার জিডিপি ছিল দ্বিগুণ, ১২.৫৮। চলতি অর্থ বছরে দেশের জিডিপি ৫ হলেও বাংলায় ডবলই হবে।’
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ইতিমধ্যে টিসিএস-এ ২৭ হাজার লোক এ রাজ্যে কাজ করছেন। আরও একটি প্রকল্পে সিলিকন ভ্যালিতে ১৫ হাজার কর্মসংস্থান হবে। সেইসঙ্গে আইটি সেক্টরে রপ্তানিবৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি। ২০১০-’১১ অর্থ বছরে আইটি-র রপ্তানি ৮ হাজার ৩৩৫ কোটি টাকা থেকে বেড়ে গত বছর সেটা হয়েছিল ২২ হাজার ৮৯৭ কোটি টাকা। বর্তমানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
তথ্য ও প্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি গুরুত্ব আরোপ করেন সাইবার সিকিউরিটির ওপর। ইতিমধ্যেই ৪৭১ জন পুলিশ অফিসার ও ৭৩৩ জন সরকারি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের ৮০ শতাংশ ই-ফাইলিং-এর পাশাপাশি জেলায় জেলায়ও শুরু হয়েছে ই-পরিষেবা।
সৌজন্যেঃ আজকাল