জানুয়ারী ২১, ২০২০
সব্জি উৎপাদনে দেশের সেরা বাংলা

২০১৮-১৯ সালে সব্জি উৎপাদনে দেশের সেরা রাজ্য হিসেবে উঠে এল বাংলা। সম্প্রতি উদ্যানপালন সংক্রান্ত একটি বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রক আয়োজিত একটি সম্মেলনে রাজ্য ভিত্তিক সব্জি উৎপাদনের তথ্য প্রকাশ করা হয়। ২০১৮-১৯ সালে বাংলায় ২.৯৫৫ কোটি টন সবজি উৎপাদন হয়েছে। তার আগের বছর এর পরিমাণ ছিল ২.৭৭ কোটি টন।
২০১৮-১৯ সালে দেশের উৎপাদিত মোট সব্জির মধ্যে বাংলার ভাগ ছিল ১৫.৯ শতাংশ।