জানুয়ারী ১০, ২০২০
অধিকার: নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর গান

নাগরিকত্ব সংশোধনী ও নাগরিকপঞ্জির প্রতিবাদে আবারো গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানের নাম ,অধিকার। গানটির কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানে কথায় রয়েছে, আমার দেশ ঐক্যভূমি মানছি না মানবো না সিএএ। আমার অধিকার কেড়ে নিতে দেব না। এন আর সি -সি এ এ ,ছিঃ, ছিঃ, ছিঃ, এন আর সি -সি এ এ ,ছিঃ, ছিঃ, ছিঃ।
এর আগে ,আমরা নাগরিকত্ব সংশোধনী ও নাগরিকপঞ্জির প্রতিবাদে কবিতাও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ছিল ‘অধিকার’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর আক্রমণের ঘটনাতেও তিনি ‘গর্জে ওঠো’ কবিতা লেখেন। আবারো তাঁর কলমে প্রতিবাদী সুর।
নো সিএএ, নো এনআরসি – এই দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে মিটিং-মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁসর-বাজিয়ে, হাততালি দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনতার দরবারে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পার্ক সার্কাসে ছবি এঁকে ,কখনো গান বা কবিতা লিখে প্রতিবাদ আন্দোলনে অন্য মাত্রা যোগ করেছেন।
ফেসবুকে গানটি পোস্ট করে দিদি লেখেন, “এ দেশের মাটি ঐক্যের, সংহতির, সম্প্রীতির। কেন্দ্রীয় সরকারের NRC CAA দেশের একতার ঐতিহ্য-বিরোধী। বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়। NRC-CAA এর বিরুদ্ধে এই গানের কথা ও সুরে আমি আমার প্রতিবাদের ভাষা ব্যক্ত করলাম। গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন। যখন দেশ অন্ধকারে ঢেকে যায় মানুষের শিল্পীমনই খুঁজে দেয় আন্দোলনের ভাষা।”