সাম্প্রতিক খবর

জানুয়ারী ৩১, ২০২০

৪৬ লক্ষ কৃষককে শস্যবিমার আওতায় আনল রাজ্য

৪৬ লক্ষ কৃষককে শস্যবিমার আওতায় আনল রাজ্য

চলতি কৃষি ক্যালেন্ডারের খরিফ মরশুমে ‘বাংলা শস্যবিমা’র আওতায় ৪৬ লক্ষ কৃষককে অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। যার সৌজন্যে ইতিমধ্যেই রাজ্যের প্রায় ২১ লক্ষ হেক্টর কৃষিজমি বিমার অধীনে চলে এসেছে। কৃষকদের নিজের পকেট থেকে একটি পয়সাও দিতে হবে না। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার এককভাবে এই বিমার খরচ বহন করবে। কেন্দ্রের মোদি সরকারের বৈমাতৃসুভল আচরণের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ। চলতি অর্থবর্ষ ২০১৯-২০ থেকেই এই প্রকল্প চালু হয়েছে। আসন্ন রবি মরশুমের জন্য শস্য বিমায় নাম নথিভুক্তকরণের কাজ শুরু করতে চলেছে কৃষি দপ্তর। 

গোটা প্রকল্প কার্যকর করার জন্য রাজকোষ থেকে প্রায় সাড়ে ৪৫০ কোটি টাকার বেশি খরচ হবে।

সৌজন্যেঃ বর্তমান