সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৯, ২০২০

কলকাতা বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রীর ১৩টি বই

কলকাতা বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রীর ১৩টি বই

কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৪তম বছরে নিজের লেখা নতুন ১৩টি বই পাঠকদের উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮শে জানুয়ারি বিধাননগরের সেন্ট্রাল পার্কে এ বছরের বই উৎসবের সূচনা হল। তার উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রীর লেখা ওই নতুন বইগুলি আনুষ্ঠানিক প্রকাশ পেল।

বইগুলির মধ্যে ৬টি বাংলা, ৬টি ইংরেজি এবং একটি উর্দু ভাষায় লেখা। ১৪৬টি কবিতা সংবলিত একটি বইয়ের নাম ‘‌কবিতা বিতান’‌। এছাড়া অন্যগুলি হল নাগরিক, লহ প্রণাম, সবুজ বাংলা, পশ্চিমবঙ্গ বিধানসভা ও নির্বাচিত বক্তৃতামালা।

ইংরেজি বইগুলির নাম হল বেঙ্গল ক্যান, পোয়েমস ফর ইউ, ব্লুম, এ ব্রিফ ইনট্রোডাকশন অফ বেঙ্গল হেরিটেজ, ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, হোয়াই উই আর সেয়িং নো সিএএ–‌নো এনআরসি–‌নো এনপিআর। এছাড়া উর্দু বইটির নাম ‘‌হিম্মত’‌।‌

বইমেলায় এসে এদিন ‘‌জাগো বাংলা’‌ স্টলে যান মুখ্যমন্ত্রী। পরে কলকাতা পুলিশের স্টলেরও উদ্বোধন করেন। চন্দননগর কমিশনারেটের নগরপাল হুমায়ুন কবিরের লেখা ‘‌উত্তরণ’‌ এবং কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল সুপ্রতিম সরকারের লেখা ‘‌আবার গোয়েন্দাপীঠ’‌ বই দুটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।