সাম্প্রতিক খবর

জানুয়ারী ২৮, ২০২০

সমস্ত শিক্ষকদের তাঁদের নিজের জেলায় নিয়োগ করা হবেঃ দিদি

সমস্ত শিক্ষকদের তাঁদের নিজের জেলায় নিয়োগ করা হবেঃ দিদি

আজ, সরস্বতী পুজোর প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানালেন, রাজ্যের সব শিক্ষককে তাঁদের নিজের জেলায় নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার।

তিনি লিখেছেন যে, শিক্ষকদের প্রাপ্য সম্মান জানানোর এটাই যথার্থ সময়, তাই নীতিগত ভাবে বাংলার সরকার তাঁদের নিজ-নিজ জেলায় নিয়োগ করবে। এতে তাঁরা তাঁদের পরিবারের পাশে থেকে মানসিকভাবে শান্তিতে পড়াতে আসতে পারবেন এবং পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে পারবেন।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যে আমরা আমাদের শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে গর্বিত। এঁদের সমাজের প্রতি ও দেশ গঠনে বিরাট অবদান আছে। আমাদের পড়ুয়ারা যাতে আগামীদিনে সত্যিকারের নেতা হয়ে ওঠে, সেজন্য তাদের লালনপালন করেন শিক্ষকরাই। এটাই সমাজ, দেশের জন্য অবদান তাঁদের।