সাম্প্রতিক খবর

জানুয়ারী ৭, ২০২০

মানুষের অধিকার ছিনিয়ে নিতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

মানুষের অধিকার ছিনিয়ে নিতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি বাংলার মানুষকে অভয় দিয়ে বলেন, “আমি আপনাদের পাহারাদার। কেউ যদি আপনাদের অধিকার কেড়ে নিতে আসে, তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে তাকে কাড়তে হবে।”

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের ট্রেনের জন্য আমাদের সরকারের তরফে চেষ্টা করেছি। কেন্দ্রীয় সরকার আমাদের এক পয়সাও দেয়নি।

এই জেলায় তিন লক্ষ ত্রিপল আমরা দিয়েছিলাম। শাড়ি, কম্বল, চাদর, খাদ্যসামগ্রী, স্টোভ ইত্যাদি নিয়ে ছ-লক্ষ প্যাকেট বানিয়েছিলাম এই জেলায় দেওয়ার জন্যে।

দু’লক্ষ চাষীকে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি এই জেলায়। সমস্ত চাষিরা শস্য বিমা প্রকল্পে নাম লেখাবেন। এই শস্য বিমার টাকা দিল্লী দেয় না, এটা আমরা আমাদের রাজ্যের চাষিভাইদের দিই।

যাদের ঘর-বাড়ি নষ্ট হয়ে গেছে ‘বুলবুলে’, বাংলা আবাস যোজনার মাধ্যমে তাদের ঘর-বাড়ি করে দেওয়া হবে।

গঙ্গাসাগরের মেলাতে এবারে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই জন্যে প্রায় ৪০০০ বাস চালাচ্ছি।

আগে বামফ্রন্টের আমলে দেখতাম একটা তীর্থ কর নেওয়া হত। কিন্তু আমাদের সরকার সেটা মুকুব করে দিয়েছে।

গঙ্গাসাগরে আগত সকল তীর্থযাত্রীদের জন্য ৫ লক্ষ টাকা করে ইনসিওরেন্স করে দিয়েছি, যাতে কারও কিছু হলে পরিবার পিছু ৫লক্ষ টাকা করে পাবে।

সুন্দরবনের মানুষের প্রশাসনিক কাজে যাতে অনেক অনেক দূরে না যেতে হয়, সেজন্য আমরা সুন্দরবন-কে নতুন জেলা করে দেব। বসিরহাটও নতুন জেলা হবে।

এখানে যত উদ্বাস্তু কলোনি আছে, সব আইনত স্বীকৃত করে দিয়েছি। আমরা সবাই নাগরিক। আমাদের যে গণতান্ত্রিক অধিকার কেউ নিতে পারবে না।

বাংলায় ক্যাব- এনআরসি-এনপিআর হবে না। আমরা এটা করতে দেব না।

বাংলার ছেলেমেয়েরাই ভারতবর্ষকে পথ দেখাবে, আলো দেখাবে। বাংলার ছেলে মেয়েরা সারা পৃথিবীকে পথ দেখাবে।

আমি আপনাদের পাহারাদার হিসেবে বুলবুলের সময় রাত জেগে পাহারা দিয়েছি। কেউ যদি আপনাদের অধিকার কেড়ে নিতে আসে, তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে তাকে কাড়তে হবে।