জানুয়ারী ৫, ২০২০
পঞ্চম শ্রেণী পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক

পাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হল। খুদে পড়ুয়াদের কাছে শিক্ষার পরিবেশকে আরও আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ। নতুন শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নির্দেশিকা কার্যকর করা হবে।
দুপুরের ক্লাসের আগে বা টিফিনের সময় বিভিন্ন খেলাধুলায় অংশ নেবে পড়ুয়ারা। এজন্য উপকরণহীন খেলাধুলাকেই বেছে নেওয়া হয়েছে। যেমন ব্রতচারী, হাডুডু, দাড়িয়াবান্ধা, কিতকিত ইত্যাদি। শিক্ষকরাই খেলার আয়োজন করবেন।
শিক্ষকদের তত্ত্বাবধানেই খেলাধুলা হবে। এর ফলে পড়ুয়াদের সঙ্গে বাইরের পরিবেশের যোগসূত্র তৈরী হবে। সেই সঙ্গে শরীর ও মনের বিকাশ ঘটবে। পড়ুয়ারা যাতে মোটা না হয়, তাদের শরীর যাতে সুস্থ থাকে, এই কথা ভেবেই এই সিদ্ধান্ত। দেখা গেছে নামতা শেখানোর পদ্ধতি যদি কোনও খেলার মাধ্যমে করা যায়, তাহলে পড়ুয়াদের সহজেই মনে থাকে. কিছু স্কুলে ইতিমধ্যেই অভিনব পদ্ধতিতে নামতা শেখান শুরু হয়েছে।
সৌজন্যেঃ আজকাল