সাম্প্রতিক খবর

নভেম্বর ২৩, ২০১৮

রাজ্যে ২৬৩১টি কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলছে সমবায় দপ্তর

রাজ্যে ২৬৩১টি কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলছে সমবায় দপ্তর

রাজ্যের যে সমস্ত গ্রামে ব্যাঙ্কের কোনও শাখা নেই, সেখানে সমবায় সমিতিগুলিকে কার্যত ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে সমবায় দপ্তর। তবে সেগুলি রিজার্ভ ব্যাঙ্কের অধীনে থাকবে না। এদের পোশাকি নাম দেওয়া হয়েছে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি। আপাতত রাজ্যে মোট ২৬৩১টি সিএসপি খোলা হবে।

এই ২৬৩১টি সিএসপি খোলার জন্য আপাতত সমবায় দপ্তর এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি আর্থিক বছরের মধ্যেই যত বেশি সম্ভব সিএসপি খোলার দিকে নজর রাখা হয়েছে। প্রতিটি সিএসপিতেই কোর ব্যাঙ্কিং সিস্টেম করা হচ্ছে। তার জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছেন সমবায় দপ্তরের অফিসাররা।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, সাধারণ ব্যাঙ্কে যে ধরনের সুবিধা পাওয়া যায়, এখানেও তা পাওয়া যাবে। তবে এগুলি সবই সমবায় দপ্তরের নিয়ন্ত্রণে থাকবে। সমবায় ব্যাঙ্কের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অনেক গ্রামে ব্যাঙ্ক না থাকার কারণে গরিব মানুষ চরম সমস্যায় পড়েন। তাঁরা কৃষিঋণ নিতে পারেন না। এবার এখান থেকেই কৃষিঋণ বা কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। এতে গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।

এই সিএসপিগুলি চালু হয়ে গেলে গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন