নভেম্বর ১৬, ২০১৮
কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বন্যা রুখতে ঘাটালে খাল সংস্কার করবে রাজ্য

তিন বছর আগে সম্মতি দিলেও এখনও টাকা দেয়নি কেন্দ্র। সেই কারণেই ধাপে ধাপে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শীতের মধ্যেই কাঁসাই ও রূপনারায়ণের জলবাহী ২০ কিলোমিটার দীর্ঘ খালের সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
ফি বছর ভয়াবহ বন্যার কবলে পড়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর। সাধারণ মানুষকে সেই বন্যার দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য ২০১৩ সালে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা করে রাজ্য সরকার। এর দু’ বছর পর কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পে সম্মতি দেওয়া হয়েছিল, কিন্তু এখনও টাকা আসেনি।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা পলাশপাই খালের পলি তোলার কাজ করা হবে। এর জন্য ৭৩ কোটি টাকা খরচ হবে রাজ্যের। এই খালের পলি তোলা হলে, ঘাটাল, পাঁশকুড়া, দাসপুর ১ এবং দাসপুর ২ ব্লকের মানুষরা বন্যার হাত থেকে রেহাই পাবেন।
প্রথমে ঠিক ছিল এই প্রকল্পের জন্য মোট অর্থের ৭৫ শতাংশ দেবে কেন্দ্র, বাকিটা দেবে রাজ্য। কিন্তু পরে সিদ্ধান্ত বদল হয়ে ৫০:৫০-এ রাজি হয় কেন্দ্র এবং রাজ্য। কিন্তু এখনও কেন্দ্র কোনো টাকা না দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যান পুরোপুরি বাস্তবায়িত করলে ১২১৪.৯২ কোটি টাকা খরচ হওয়ার কথা।
সৌজন্যঃ সংবাদ প্রতিদিন