সাম্প্রতিক খবর

নভেম্বর ২, ২০১৮

দেশ জুড়ে অশুভ সংকেত মনকে দ্বিধাগ্রস্ত করছে: মুখ্যমন্ত্রী

দেশ জুড়ে অশুভ সংকেত মনকে দ্বিধাগ্রস্ত করছে: মুখ্যমন্ত্রী

আজ উত্তর কলকাতার একটি কালী পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশ জুড়ে একটা অশুভ সংকেত আমাদের মনকে দ্বিধাগ্রস্ত করে রেখেছে।

গতকাল অসমে যে বাঙালিদের গণহত্যা ঘটেছে, সেই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একদিকে যেমন আলোর রোশনাই আমাদের সকল হৃদয়কে স্পর্শ করছে, আমার মনের মধ্যে কোথাও যেন একটা দুঃখ স্পর্শ করেছে।

তিনি আরও বলেন, হৃদয়কে যারা অন্ধকারে রাখে তারা সবটাই অন্ধকার দেখে | তারা চক্রান্ত অপপ্রচার ছাড়া আর কিছুই করতে পারে না|

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • একদিকে যেমন আলোর রোশনাই আমাদের সকল হৃদয়কে স্পর্শ করছে, আমার মনের মধ্যে কোথাও যেন একটা দুঃখ স্পর্শ করেছে। গতকাল অসমের তিনসুকিয়ায় নিষ্ঠুর ভাবে যে মানুষগুলোকে হত‍্যা করা হয়েছে ,আমি তাদের ছবি দেখেছি। গরিবের থেকেও গরিব এত দরিদ্র পরিবারের লোকজন। খুন করায় দরিদ্র বড়লোকের ব‍্যাপার থাকে না। আমার খুব খারাপ লেগেছে।
  • গুজরাতে বিহারী খেদাও হচ্ছে, অসমে বাঙালি খেদাও হচ্ছে, সারা দেশ জুড়ে একটা অশুভ সংকেত আমাদের মনকে দ্বিধাগ্রস্ত করে রেখেছে , আমাদের আনন্দের মধ‍্যেও একটু দুঃখের প্রলেপ সবাইকে ঢেকে দিয়েছে।
  • আজ যদি আলাদা করে কোনও উদ্যোগপতিকে জিজ্ঞাসা করি আপনার ব্যবসা ভালো চলছে, তারা বলবে দিদি আমাদের ব‍্যাবসায় খুব সমস‍্যা চলছে, আমাদের এত এজেন্সি দিয়ে ভয় দেখায় যে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এটা কিন্তু দেশের পরিস্থিতি ছিল না। আগেও কিন্তু ইনকাম ট‍্যাক্স ছিল, সিবিআই ছিল,কাসটমস ছিল, এক্সসাইস ছিল, সেল ট‍্যাক্স ছিল ,পুলিশ ছিল। কিন্তু আগে কখন‌ও আমরা এরকম দেখিনি যে ঘরে ঘরে ভয়।
  • আজকে মেয়েরা অনেকে দীপাবলির দিন, কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করে, ধনতেরাস করে। আগে মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে টাকা রেখে দিত। এখন সেই ঘরের লক্ষ্মীর ভান্ডার‌ও রাখতে পারে না, কখন ইনকাম ট‍্যাক্স আর ইডি আসবে, আর এসেই সেই ভান্ডার‌ও কেড়ে নেবে।
  • আজকে এইরকম একটা পরিবেশ চলছে – কোথাও খুনের পরিস্থিতি ,কোথাও নোটবন্দির পরিস্থিতি , কোথাও এজেন্সির পরিস্থিতি। যা ইচ্ছে তাই করছে, এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। আমাকে অনেকে ফোন করে বলে দিদি, এজেন্সি ফোন করে বলে, তোমাকে আরএসএসের কমিটির সদস‍্য হতে হবে,না হলে তোমাকে আমরা দেখে নেব। এটা কি চলছে? এর আগে কখন‌ও এরকম হয়নি।
  • আমাদের খারাপ লাগছে এই কারণে যে, আমরা দেশটাকে ভালোবাসি। আমরা মায়ের পুজো করি দেশটাকে ভালোবেসে। আমরা মায়ের মধ‍্যে দেশকে খুঁজে পাই। আমরা আম্মার মধ‍্যে দেশকে খুঁজে পাই। আমরা মাদারের মধ‍্যে সব কমিউনিটিকে খুঁজে পাই। ঘরের মা আর মন্দিরের মা আর আম্মার মধ‍্যে কোনো পার্থ‍ক‍্য নেই।
  • মনে রাখবেন ঘরের মা সন্তানের সবচেয়ে বড় অবলম্বন হয়, সন্তানকে মানুষ করে। মা-ই দেশ জননী, মা-ই ঘরের জননী, মা-ই পরিবারের জননী, মা-ই সমাজের জননী। মা-ই হচ্ছে সারা বিশ্বজননী – এটা মাথায় রাখতে হবে।
  • এই দেশের মাটি আমাদের সকলের পবিত্র মাটি, আমরা মাটিকে প্রণাম করি, আমরা মাটিতে হাঁটাচলা করি আমার দেশের মাটি ভালো থাকলে আমার জন্মভূমি ভালো থাকবে। আমার জন্মভূমি ভালো থাকলে, আমার ধর্মভূমি ভালো থাকবে। আমার ধর্মভূমি ভালো থাকলে, আমার কর্মভূমি ভালো থাকবে। আমার কর্মভূমি ভালো থাকলে, আমার পিতৃভূমি ভালো থাকবে। আমার মাতৃভূমি ভালো থাকবে।
  • আমার মাতৃভূমি ভালো থাকবে | আমি মাঝে মাঝেই শুনতাম বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। আমি জানি না এই সব লোক এই ধরণের কথা কিভাবে বলে | হিন্দু ধর্মের আবির্ভাব কি আজ হয়েছে? এত হাজার হাজার বছর আগে হয়েছে | এদের জন্ম কবে হয়েছে আর হিন্দু ধর্মের জন্ম কবে হয়েছে? এদের তো জন্মই হয়নি তখন| কি সব ব্যখ্যা দেয় ,বুঝি না|
  • লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুর্গাপুজো করে, কালীপুজো করে। কেউ গণপতির পুজো করে, কেউ রক্ষাকালী পুজো করে, কেউ চামুন্ডা করে, কেউ ছিন্নমস্তা করে, কেউ সিদ্ধেশ্বরী করে, কেউ সর্বমঙ্গলা করে, কেউ মহাকালী করে, কেউ মহামায়া করে, কেউ যমুনাকালী করে, কেউ সারদা মা করে, কেউ বগলামুখী মা করে, কেউ বিশালাক্ষ্মী মা করে, কেউ সন্তোষী মাতা করে, কেউ বৈষ্ণ মাতা করে, কেউ জয় মা কালী করে |
  • হৃদয়কে যারা অন্ধকারে রাখে তারা সবটাই অন্ধকার দেখে | তারা চক্রান্ত অপপ্রচার ছাড়া আর কিছুই করতে পারে না|