নভেম্বর ৪, ২০১৮
পুজোয় আয় বেড়েছে পরিবহণ নিগমের

দুর্গা পুজোয় চতুর্থী থেকে নবমী রাজ্যের পরিবহণ নিগমগুলির আয় খুব ভাল হয়েছে। সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী।
বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘পুজোর সময় পরিবহণ ব্যবস্থা খুবই ভাল ছিল। গত বছরের তুলনায় এ বছর দপ্তরের আয়ও বেশি হয়েছে। গত বছর পুজোর সময় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের আয় ছিল ৩ কোটি টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ৪ কোটি। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের আয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ৩ কোটি ৬৮ লক্ষ টাকা। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের আয় ২ কোটি ১২ লক্ষ টাকা থেকে বেড়ে ২ কোটি ৬৯ লক্ষ টাকা হয়েছে। ট্রামে রেস্তোরাঁ চালু করায় যাত্রীদের ট্রামের প্রতি আকর্ষণও বেড়েছে। এইরকম আরও একটি ট্রাম চালু করার কথা ভাবছি।’
তাঁর কথায়, ‘গ্রামের পুজো দেখার আকর্ষণ এবারে বেশি ছিল। বসিরহাটে ৬টি জমিদার বাড়ির পুজো, কুমারীপুজো দেখতে অসংখ্য মানুষ গিয়েছিলেন। পুজোয় বেশ কয়েকটি জলযান চলেছে।’
প্রসঙ্গত, পুজোর সময় পরিবহণ দপ্তর বাসে করে বনেদি বাড়ির ঠাকুর দেখানোর ব্যবস্থা করেছিল। শহর ও শহরতলিতে বাস পরিষেবা ছিল অতুলনীয়।