নভেম্বর ৭, ২০১৮
নমশূদ্র ও মতুয়া জনজাতি উন্নয়ন পর্ষদে সিলমোহর দিল রাজ্য সরকার

নমশূদ্র ও মতুয়া জনজাতির কল্যাণে নতুন দুটি জনজাতি উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই দুই উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়ছে। মূলত, উত্তরবঙ্গে নমশূদ্র জনজাতির সংখ্যা বেশি। তাই উত্তরবঙ্গ সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন।
পাশাপাশি দক্ষিণবঙ্গে, বিশেষত উত্তর ২৪ পরগনায় চার থেকে পাঁচ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এই সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ নিতে চায় রাজ্য সরকার। সেই মতো অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়। রাজ্যে ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমশূদ্র সম্প্রদায়ভুক্ত।
নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল বৈরাগ্য বলেন, ‘২০১২ সালে যে আন্দোলন শুরু করা হয়েছিল, তা অবশেষে সফল হল। দীর্ঘ ৭ বছরের এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ মুকুলবাবু বলেন, এই উন্নয়ন পর্ষদ গঠন হলে নমশূদ্রদের শুধু আর্থসামাজিক উন্নয়ন হবে তাই নয়, শিক্ষার মান বাড়বে। এই সম্প্রদায়ের সংস্কৃতি আবার পুরনো গৌরব ফিরে পাবে। বৈঠকি গান, পদাবলি গান আবার তার মর্যাদা ফিরে পাবে। সমাজে বঞ্চনার শিকার হতে হবে না।’
প্রসঙ্গত, এর আগে পাহাড়ে ভুটিয়া, লেপচা, তামাং, রাই–সহ ১৫টি সম্প্রদায়ের আর্থ–সামাজিক উন্নয়ন ঘটাতে আলাদা আলাদা পর্ষদ তৈরি করেছে রাজ্য সরকার। পর্ষদ তৈরির পর এই সম্প্রদায়গুলির উন্নয়নে গতি এসেছে। এবার নমশূদ্রদের জন্যও আলাদা উন্নয়ন পর্ষদ তৈরি হলে উপকৃত হবেন এই সম্প্রদায়ের মানুষরাও।