নভেম্বর ১৯, ২০১৮
ভালো রেস্তোরাঁর সন্ধান দেবে পর্যটন দপ্তরের নতুন অ্যাপ

রেস্তোঁরার খাবার, পরিবেশ এবং স্বাচ্ছন্দ কেমন লাগল এবার অনায়াসে জানানো যাবে পর্যটন দপ্তরকে। আগামী মাসে নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে এই দপ্তর। এই অ্যাপের মাধ্যমে খাবার, পরিবেশ এবং স্বাচ্ছন্দের মাপকাঠি বিচার করে জানাতে পারবেন খাদ্য রসিকরা।
কলকাতাসহ রাজ্যের যেসব নামীদামি রেস্তোঁরা পর্যটন দপ্তরের ওয়েবসাইটে রয়েছে, প্রথমে সেই সব রেস্তোঁরার মান যাচাই করতে পারা যাবে। পরে এই অ্যাপে যেসমস্ত রেস্তোঁরার গুণমান প্রথম দিকে থাকবে, সেই সব রেস্তোঁরাকে পর্যটন দপ্তরের ওয়েবসাইটে বিশেষ মর্যাদা দেওয়া হবে। শুধু তাই নয়, সেই বিশেষ মর্যাদা পাওয়া রেস্তোঁরাগুলির হয়ে প্রচারও চালাবে পর্যটন দপ্তর।
সমীক্ষায় দেখা গেছে দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা কোথায় যাবেন, কি খাবেন তা জানতে পর্যটন দপ্তরের ওয়েবসাইটের ওপরেই নির্ভর করেন। এই ব্যবস্থার ফলে ব্যবসার দিক থেকেও লাভবান হবেন ভাল ‘রেটিং’ পাওয়া রেস্তোঁরার মালিকরা।
এই অ্যাপের সুবিধে নিতে পারবে যেকোনও রেস্তোঁরা। তবে থাকতে হবে ট্রেড লাইসেন্স। খোলামেলা পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে বানাতে হবে খাবার। থাকতে হবে রেস্তোঁরায় আগত অতিথিদের জন্য অপেক্ষা করার জায়গা, শৌচাগার। এছাড়াও বিপর্যয় ঘটলে রেস্তোঁরা থেকে বেরনোর জন্য থাকতে হবে বিশেষ ব্যবস্থা, রাখতে হবে অগ্নিনির্বাপন ব্যবস্থার যাবতীয় উপকরণ।