সাম্প্রতিক খবর

নভেম্বর ১৮, ২০১৮

বাজেট প্রস্তুতির কাজ শুরু করে দিল রাজ্য সরকার

বাজেট প্রস্তুতির কাজ শুরু করে দিল রাজ্য সরকার

হাতে আর মাত্র কয়েকটা মাস। বছর ঘুরলেই ফের বাজেট পাশ করতে হবে। আর সেই বাজেট প্রস্তুতির কাজ শুরু করে দিল রাজ্য সরকার।

রাজ্যের অর্থসচিব সমস্ত দপ্তরকে চিঠি দিয়ে ১৬ নভেম্বরের মধ্যে চলতি বছরের সংশোধিত বাজেট ও নতুন বছরের বাজেট প্রস্তাব এবং অর্থ দপ্তরের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে বলেছেন।

অন্যান্য দপ্তর তাদের বাজেট প্রস্তাব তৈরী করতে কোনও সমস্যার সম্মুখীন তাদের সাহায্য করতে একটি সহায়তা কেন্দ্রও খুলেছে অর্থ দপ্তর।

রাজ্যের অর্থসচিব দপ্তরগুলিকে পাঠানো চিঠিতে জানিয়েছে, চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেটের ক্ষেত্রে ৫টি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। যে সব খাতে চলতি আর্থিক বছরে আংশিক খরচ হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। চলতি আর্থিক বছরের জন্য নতুন কোনও প্রকল্প গ্রহণ করা হয়েছে বা অনুমোদন চাওয়া হয়েছে, এমন কোনও প্রস্তাব থাকলে তাও সংশোধিত বাজেট প্রস্তাবে রাখতে হবে। অতিরিক্ত বরাদ্দের কথাও যেন উল্লেখ থাকে।