সাম্প্রতিক খবর

নভেম্বর ২০, ২০১৮

নিজশ্রী প্রকল্পে ফ্ল্যাট পেতে আবেদন

নিজশ্রী প্রকল্পে ফ্ল্যাট পেতে আবেদন

নিজের বাড়ির স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ হল নিজশ্রী। এই প্রকল্পে রাজ্যের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ভর্তুকি মূল্যে নিজস্ব বাসস্থান দেওয়া হবে। এই ফ্ল্যাট বণ্টন করা হবে লটারির মাধ্যমে।

নিজশ্রী প্রকল্পের প্রথম পর্যায় হিসেবে প্রস্তাবিত স্থান আসানসোল, শিলিগুড়ি, ডাবগ্রাম ও হলদিয়া।
এই প্রকল্পে জমি ও জমির পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তা নির্মাণ, চৌহদ্দি প্রাচীর, বহিঃবৈদ্যুতিকরণ নিষ্কাশন প্রণালী নির্মাণ, জলসরবরাহ প্রভৃতি বাবদ খরচ উপভোক্তাদের বহন করতে হবে না।

এই প্রকল্পে বাসস্থানের জন্য আবেদন করতে কিছু শর্তাবলীঃ

  • আবেদনকারীর নিজের বা পরিবারের নামে এই রাজ্যে কোনও পাকা বাড়ি থাকা চলবে না
  • আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে
  • পারিবারিক সর্বোচ্চ মাসিক আয় ১ বি এইচ কে-র জন্য ১৫০০০ টাকা ও ২ বি এইচ কে-র জন্য ৩০০০০ টাকা।

এই প্রকল্পে আবেদনের জন্যঃ

  • ১বি এইচ কে (BHK) ফ্ল্যাট, মূল্য -৭.২০ লাখ টাকা। পরিমাপ- ৩৭৮ বর্গ ফুট। অ্যাপ্লিকেশন ফি – ২৫০০ টাকা।
  • ২ বি এইচ কে (BHK) ফ্ল্যাট। মূল্য – ৯.২৮ লাখ টাকা। পরিমাপ- ৫৫৯ বর্গ ফুট। অ্যাপ্লিকেশন ফি – ২৫০০ টাকা।
  • বিশদ তথ্যের জন্য যোগাযোগ করতে হবে, জেলাশাসক বা মহাকুমা শাসকের দপ্তরে অথবা লগ ইন করুন www.wbhousing.gov.in

প্রকল্পভিত্তিক আবেদন করার বিস্তারিত তথ্য জেলাগতভাবে বিজ্ঞাপিত করা হবে।