নভেম্বর ২০, ২০১৮
নিজশ্রী প্রকল্পে ফ্ল্যাট পেতে আবেদন

নিজের বাড়ির স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ হল নিজশ্রী। এই প্রকল্পে রাজ্যের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ভর্তুকি মূল্যে নিজস্ব বাসস্থান দেওয়া হবে। এই ফ্ল্যাট বণ্টন করা হবে লটারির মাধ্যমে।
নিজশ্রী প্রকল্পের প্রথম পর্যায় হিসেবে প্রস্তাবিত স্থান আসানসোল, শিলিগুড়ি, ডাবগ্রাম ও হলদিয়া।
এই প্রকল্পে জমি ও জমির পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তা নির্মাণ, চৌহদ্দি প্রাচীর, বহিঃবৈদ্যুতিকরণ নিষ্কাশন প্রণালী নির্মাণ, জলসরবরাহ প্রভৃতি বাবদ খরচ উপভোক্তাদের বহন করতে হবে না।
এই প্রকল্পে বাসস্থানের জন্য আবেদন করতে কিছু শর্তাবলীঃ
- আবেদনকারীর নিজের বা পরিবারের নামে এই রাজ্যে কোনও পাকা বাড়ি থাকা চলবে না
- আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে
- পারিবারিক সর্বোচ্চ মাসিক আয় ১ বি এইচ কে-র জন্য ১৫০০০ টাকা ও ২ বি এইচ কে-র জন্য ৩০০০০ টাকা।
এই প্রকল্পে আবেদনের জন্যঃ
- ১বি এইচ কে (BHK) ফ্ল্যাট, মূল্য -৭.২০ লাখ টাকা। পরিমাপ- ৩৭৮ বর্গ ফুট। অ্যাপ্লিকেশন ফি – ২৫০০ টাকা।
- ২ বি এইচ কে (BHK) ফ্ল্যাট। মূল্য – ৯.২৮ লাখ টাকা। পরিমাপ- ৫৫৯ বর্গ ফুট। অ্যাপ্লিকেশন ফি – ২৫০০ টাকা।
- বিশদ তথ্যের জন্য যোগাযোগ করতে হবে, জেলাশাসক বা মহাকুমা শাসকের দপ্তরে অথবা লগ ইন করুন www.wbhousing.gov.in
প্রকল্পভিত্তিক আবেদন করার বিস্তারিত তথ্য জেলাগতভাবে বিজ্ঞাপিত করা হবে।