সাম্প্রতিক খবর

নভেম্বর ৩, ২০১৮

'একতাই সম্প্রীতি' কর্মসূচী রাজ্য সরকারের

'একতাই সম্প্রীতি' কর্মসূচী রাজ্য সরকারের

রাজ্য ব্যাপী তিন পর্যায়ের একতাই সম্প্রীতি নামক এক সাম্প্রদায়িক সম্প্রীতি কর্মসূচী শুরু করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি এই উৎসবে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিরও প্রচার চলবে।

প্রথম পর্যায়ে এই উৎসব পালিত হচ্ছে কলকাতার দেশপ্রিয় পার্কে ২রা নভেম্বরের থেকে ৪ঠা নভেম্বর। হুগলী জেলার ভদ্রেশরে, নদীয়া, হাওড়া জেলায় হাওড়া ময়দানের শরৎ সদনে এবং পুরুলিয়াতে।

আগামী দুই পর্যায় অনুষ্ঠিত হবে কালী পুজোর পর। নভেম্বরের ১৬ই থেকে ১৮ই উদযাপিত হবে দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুর, কোচবিহার, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার (মাদারিহাটে), উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে।

তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫শে নভেম্বর। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, জলপাইগুড়ির বলাকোবায়, কালিম্পং, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার নৈহাটি, বীরভূম এবং দার্জিলিং জেলার শিলিগুড়িতে।

এই কর্মসূচীর অংশ হিসেবে একতাই সম্প্রীতি লেখা একটি ডিজিটাল ও দুটি সাধারন ট্যাবলো এলাকায় ঘোরানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়াতে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের নেওয়া উন্নয়নমূলক কর্মসূচীর বিষয়ে জনগণকে অবগত করতে।এই উৎসবের অংশ হিসেবে বেশকিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এই কর্মসূচীতে ৩০০০ লোকশিল্পী অংশ নেবে। রাজ্যের ৫০০০টি জায়গায় এই অনুষ্ঠান হবে।স্বনির্ভর গোষ্ঠীর তৈরী হাতের কাজের সামগ্রীর পসারও থাকবে এখানে। স্কুল পড়ুয়াদের জন্য থাকছে একগুচ্ছ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন সমস্ত রাজ্যবাসীকে। এবং শান্তি ও সম্প্রীতি বাংলার চিরন্তন ঐতিহ্য।