সাম্প্রতিক খবর

নভেম্বর ৪, ২০১৮

সিলিকন হাবে বিশাল সাড়া, কয়েক হাজার কর্মসংস্থান

সিলিকন হাবে বিশাল সাড়া, কয়েক হাজার কর্মসংস্থান

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নয়া লগ্নি টানতে আমেরিকার সিলিকন ভ্যালির অনুকরণে রাজারহাট-নিউটাউনে ‘বেঙ্গল সিলিকন ভ্যালি হাব’ তৈরি করেছে রাজ্য সরকার। গত ১৩ অগস্ট এর উদ্বোধন করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে জমি চেয়ে আবেদন করেছে রিলায়েন্স জিও, টিসিএস, ক্যাপ জেমিনি এবং ফাস্টসোর্স সলিউশনের মতো বিশ্বমানের আইটি সংস্থাগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।

এই আইটি হাবের জন্য চিহ্নিত ১০০ একর জমির মধ্যে ৭৪ একর জমিতে ইতোমধ্যে নয়া লগ্নির জন্য পরিকাঠামো গড়ে তোলার আবেদন এসেছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য এই আবেদনগুলি খতিয়ে দেখার পরে জমি বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে নবান্ন সূত্রে খবর।

বেঙ্গল সিলিকন ভ্যালিতে কোন সংস্থা কী পরিমাণ জমি চেয়েছে সে বিষয়েও সবিস্তারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুসারে, রিলায়েন্স জিও-র তরফে ৪০ একর জমি চেয়ে রাজ্যের কাছে আবেদন করা হয়েছে। এই জমিতে একটি স্টেট অফ দ্য আর্ট মানের তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তুলতে চায় মুকেশ আম্বানির সংস্থা। এ ছাড়া টিসিএস ২০ একর, ক্যাপ জেমিনি ১০ একর এবং সঞ্জিব গোয়েঙ্কার সংস্থা ফাস্টসোর্স ৪ একর জমি চেয়ে আবেদন করেছে।

এই প্রকল্পগুলি বাস্তবে রূপ পেলে রাজ্যে কয়েক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে।