সাম্প্রতিক খবর

নভেম্বর ২৭, ২০১৮

সিঙ্গুরে ফের আমনে রেকর্ড

সিঙ্গুরে ফের আমনে রেকর্ড

এই বছরও সিঙ্গুরের জমিতে আমন ধান চাষ করে রেকর্ড ফলন মিলেছে। শুরু হয়েছে ধান কেটে ঘরে তোলার কাজ। সিঙ্গুরের গোপালনগর মৌজার বিস্তীর্ণ জমিতে সোনালি ধান। ধান কাটা হলেই দ্রুত সেই জমিতে আলু চাষ শুরু হবে। ধানের ফলনে খুশি গোপালনগর কৃষকরা। তবে অনেক কৃষক আলু চাষ করেন না। তাই কিছু জমিতে আবার বোরো ধান চাষের প্রস্তুতিও শুরু হয়েছে। অপেক্ষাকৃত নিচু জমিগুলিই মূলত বোরো চাষের জন্যে বেছে নেওয়া হয়েছে।

কৃষিক্ষেত্রে সিঙ্গুরের কৃষকদের আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে আনার সরকারি প্রয়াস সফল হয়েছে অনেক আগেই। গত মরশুমে আলুর ফলনে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছিল সিঙ্গুর। ফলন হয়েছিল বিঘে পিছু ৯৫ বস্তা। জেলা কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছিল, সাধারণত বিঘে–পিছু ৭০ থেকে ৮০ বস্তা জ্যোতি আলু উৎপাদন হয়। সিঙ্গুরের ক্ষেত্রে তা ব্যতিক্রম ঘটেছিল। ফলন হয়েছিল অনেক বেশি।

সিঙ্গুরের মাটি যে চারফসলি তা প্রমাণ হয়েছে আগেই। জমি ফেরত পাওয়ার পর একই মরশুমে পরপর চাষ করেছেন কৃষকরা। পেয়েছেন রেকর্ড ফলন। আগের বর্ষার মরশুমে আমন ধানের চাষ করে ভাল ফলন হয়েছিল সিঙ্গুরে। শুধু ধান, আলু নয়, একইসঙ্গে চাষ হয়েছে ডাল, ভুট্টা, তিল, সরষে–সহ নানা সবজির।

পাশাপাশি কৃষি দপ্তর থেকে কৃষকদের সব ধরনের সাহায্য করা হয়। কৃষকদের বীজ, রাসায়নিক ইত্যাদি দেওয়া হয়েছে।

সৌজন্যেঃ আজকাল